অতিরিক্ত টোলটেক্স আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

অতিরিক্ত টোলটেক্স আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা

তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালি ও পাথর নৌকা থেকে অতিরিক্ত টোলটেক্স আদায়ের বিরুদ্ধে  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিন ইউপির শক্তিয়ারখলা বাজারে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যেগে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায়  সাবেক ইউপি সদস্য একিন আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগ সাধারন সম্পাদক কারুজ্জামান কামরুলের পরিচালনায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাজী আব্দুল বাছিত, যাদুকাটা ব্যবসায়ী সমিতির সভাপতিআব্দুল গনি, আব্দুস সালাম, বরজু মিয়া, উছুর উদ্দিন, পল্লী চিকিসৎক এলাহী, মুজিবুর রহমান, সুলেমান মিয়া, শামসুল হক, আব্দুল ওদুদ, ডালিম মিয়া, মুর্শেদ মিয়া, রুবেল মিয়া, কাউছার আলম, শুভ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সরকার নির্ধারিত টোল টেক্স এর নিয়ম না মেনে অতিরিক্ত টোলটেক্স আদায় দ্রুত বন্ধ না হলে কঠোর আন্দোলনের যাবেন বলে হুশিয়ারি দিয়েছেন। জানাযায়,আনোয়ারপুর-ফাজিলপুর টোল ঘাট থেকে সরকারি আইন অমান্য করে অতিরিক্ত টোলটেক্স আদায় করছে তাহিরপুর উপজেলা দক্ষিনকুল গ্রামের রাজ হাসের ছেলে কাসেম মিয়া। অন্যদিকে কোনাটছড়া টোল ঘাটেঅতিরিক্ত টোলটেক্স আদায় করছে কোনাটছড়া গ্রামের গোলাম মিয়ার ছেলে খোকন মিয়া। এই বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ ইনতেয়াজ বলেন, কেউ যদি অতিরিক্ত টোলটেক্স আদায় করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।