অধ্যাপক মোজাফফর আহমদ,তাঁর আত্মার শান্তি কামনা করি

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২

অধ্যাপক মোজাফফর আহমদ,তাঁর আত্মার শান্তি কামনা করি

অধ্যাপক মোজাফফর আহমদ,তাঁর আত্মার শান্তি কামনা করি

মেহেদি হাসান

অধ্যাপক মোজাফফর আহমদ, যিনি ন্যাপ বা কুঁড়েঘরের মোজাফফর হিসেবে অধিক পরিচিত। গতকাল ছিল তাঁর ১০১তম জন্মদিন। ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে তাঁর জন্ম। তিনি ২০১৯ সালের ২৩ আগস্ট ৯৮ বছর বয়সে মারা যান।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ছিলেন, অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর কিছুদিন বিভিন্ন কলেজে শিক্ষকতা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।

১৯৫৪ সালে ৩২ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে মোজাফফর আহমদ পুরোপুরি রাজনীতিতে যোগ দেন এবং মুসলিম লীগের এক মন্ত্রীকে পরাজিত করে প্রাদেশিক ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান ব্যবস্থাপক সভায় তিনি স্বায়ত্তশাসন প্রস্তাব উত্থাপন করেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশ সরকার তথা মুজিবনগর সরকার ছয় সদস্যের উপদেষ্টা পরিষেদের অন্যতম ছিলেন তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯তাঁর আত্মার শান্তি কামনা করি৭৯ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

এই কৃতি বাঙালির জীবনের শেষ অন্তে তাঁর সান্নিধ্য লাভের সুযোগ হয়। একাধিকবার তাঁর বাসায় গিয়েছি। নানা বিষয়ে কথা বলেছেন। ধমক দিয়েছেন কখনো-সখনো। তাঁর বেশ কিছু লেখা, সাক্ষাৎকার ছাপা হয়েছিল যা অগ্রন্থিত ছিল, সেগুলো নিয়ে ‘সময়ের কন্ঠস্বর’ নামে একটি বই করেছিলাম।

২০১৭ সালে বইটি প্রকাশ করেছিল আলোঘর প্রকাশনী। তাঁর স্নেহের পক্ষপাত আজও পরম স্মৃতি হয়ে আছে আমার জীবনে। তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।

ফেসবুকে সিলেটের দিনকাল