২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
খেলাধুলা : বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদারের তত্ত্বাবধানে ফিটনেস অনুশীলনের পাশাপাশি পুরো রানআপে ৪ ওভার বোলিংও করলেন মাশরাফি বিন মুর্তজা।প্রায় ৯ মাস পর মিরপুরের বিসিবি একাডেমি মাঠে আজ পূর্ণ অনুশীলন করছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। কিন্তু প্রথম দিনেই অনুশীলন অসমাপ্ত রেখে বাসায় ফিরে যেতে হয়েছে তাঁকে।একাডেমি মাঠে একই সময়ে চলছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দল মিনিস্টার গ্রুপ রাজশাহীর অনুশীলন। তাদের অনুশীলনটা চলছিল জৈব সুরক্ষাবলয়ের ভেতর, যেখানে মাশরাফি বা বাইরের যে কারও প্রবেশ নিষেধ।মাশরাফি আসলে ভুল করেই সেখানে অনুশীলন শুরু করেছিলেন। তাঁর অনুশীলন করার কথা ছিল ইনডোরের বাইরের মাঠে।নিজের ভুল বুঝতে পেরে মাশরাফি পরে অনুশীলন অসমাপ্ত রেখেই ফিরে যান বাসায়।মাশরাফি সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গত মার্চে স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে।বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে দেশে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরলেও তিনি এখনো ফেরার অপেক্ষায়। ফেরার আগে ৩৭ বছর বয়সী পেসারকে অবশ্য বেশ কিছু বাধা পেরোতে হচ্ছে।জুলাইয়ে নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী, দুই সন্তান, মা–বাবা, ছোট ভাইসহ গৃহকর্মীও। করোনার ধাক্কা সামলাতে না সামলাতে গত মাসে তিনি পড়েছেন হ্যামস্ট্রিং চোটেও।সেই চোট কাটিয়েই অনুশীলনে ফিরেছেন মাশরাফি। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তিনি কোনো দলের হয়ে খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। ফিটনেসও আসতে হবে পুরোপুরি। এর মধ্যেই ১০ কেজির মতো ওজন ঝরিয়েছেন তিনি।মাশরাফির পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে ট্রেনার তুষার কাল সাংবাদিকদের বলেছেন, ‘যেভাবে অনুশীলন করছে, অবশ্যই সে ফিট হয়ে ফিরতে পারবে। টেকনিক নিয়ে হয়তো তার তেমন কোনো সমস্যা নেই, ঘাটতি ফিটনেসে।’ তুষার আশাবাদী, মাশরাফি এই ঘাটতিও কাটিয়ে উঠবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D