অন্যের গাড়িতে উঠে পড়লেন কাজল!

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

অন্যের গাড়িতে উঠে পড়লেন কাজল!

বিনোদন ডেস্কঃঃ  এটা নাকি বরাবরের ভুল! প্রতিবার অন্যের গাড়িতে উঠে যাওয়ার প্রবণতা রয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের। সম্প্রতি আবারও একই ঘটনা ঘটলো। আবারও অন্যের গাড়িতে উঠে গেলেন! মুম্বইয়ের জুহু এলাকার একটি বিলাসবহুল রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর অন্যের গাড়িতে উঠেই পড়েছিলেন। কিন্তু বডিগার্ড ও অন্যান্যদের গাইডে পরবর্তীতে বেরিয়ে নিজের গাড়ি চিনতে পেরে তাতে উঠে গেলেন তনুজাকন্যা। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। এই ভিডিওর মাধ্যমে ট্রোলডও হচ্ছেন কাজল। কাজল পার্টিতে গিয়ে এমন ভুল নাকি করেই থাকেন! ভুল বুঝতে পরে সহাস্য মুখে সামাল দেন কাজল। তবে এবার পাপারাত্জিদের সামনে তার এমন কা- ক্যামেরাবন্দি হলো।

তবে সেটা সামাল দিতে তিনি বলে ওঠেন, ওপস! স্যরি, সামনের কারোর ভুল গাড়িতে উঠে পড়েছিলাম আমি! জানা গেছে এর আগেও এমন কা- ঘটিয়েছেন কাজল। পার্টি থেকে বেরিয়ে অন্যের গাড়িতে ওঠার ভুল বার বারই করছেন কাজল। এদিকে এ অভিনেত্রী বর্তমানে নতুন কোন ছবিতে অভিনয় করছেন না। শুধুমাত্র অতিথি চরিত্রে মাঝেমধ্যে তাকে দেখা যায় চলচ্চিত্রে। এর বাইরে ছোটপর্দায়ও মাঝেমধ্যেই চোখে পড়ে কাজলকে। তবে বলিউডের পার্টিগুলোতে সব সময়ই দেখা মেলে নব্বই দশকের সাড়া জাগানো এ নায়িকার।

কাজল/১৮/১২/২০১৯