অবসরের জন্য সময় চেয়েছেন মাশরাফি: পাপন

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯

অবসরের জন্য সময় চেয়েছেন মাশরাফি: পাপন

বিশ্বকাপ চলাকালীনই মাশরাফি বিন মতুর্জার অবসরের গুঞ্জন শুরু হয়েছিল। টাইগার দলপতি নিজেও বিশ্বকাপ শেষে অবসর নেবেন, এমন ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দেশে ফিরে ম্যাশ জানান, অবসর নিয়ে ভাবছেন না তিনি।

এরমধ্যে বিশ্বকাপ শেষ হতে না হতেই শ্রীলঙ্কা সফর করে বাংলাদেশ। সফরের আগে মাশরাফি বলেছিলেন, এটাই আমার শেষ বিদেশ সফর। এর পরের দিনই অবশ্য তিনি ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন।

এদিকে বাংলাদেশ হেড কোচ চূড়ান্ত করার জন্য মিরপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বিসিবি। সেখানে বাংলাদেশের প্রধান কোচের নাম ঘোষণার পাশাপাশি মাশরাফির অবসর নিয়েও কথা বলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

এসময় তিনি জানান, অবসরের সিদ্ধান্ত নিতে দুই মাস সময় চেয়েছেন মাশরাফি। আমাদের পরবর্তী ওয়ানডে সিরিজ অনেক দেরি আছে। আমরা ওকে সময় দিতে চাই।

এদিকে শোনা যাচ্ছিল, ম্যাশের জন্য ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে ঘটা করে ‘বিদায়ী ম্যাচ’ আয়োজন করতে চেয়েছিল বিসিবি। এ বিষয়ে শনিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে মিটিং করেন মাশরাফি।

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল