অবসর ভেঙে শ্রীলংকায় খেলতে যাচ্ছেন ইরফান পাঠান

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

অবসর ভেঙে শ্রীলংকায় খেলতে যাচ্ছেন ইরফান পাঠান

স্পোর্টস ডেস্ক

চলতি বছরের জানুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার ইরফান পাঠান।

যে কারণে দেশের বাইরে সব ধরনের লিগে অংশ নিতে আর বাধা নেই তার।

সে জন্য গত জুলাই মাসের শেষ দিকে শ্রীলংকার প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে আগ্রহ প্রকাশ করেন ইরফান। টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহ প্রকাশ করা ৭০ বিদেশি খেলোয়াড়ের মধ্যে ইরফান ছিলেন অন্যতম।

জানা গেছে, এলপিএলে তারকাখচিত দল ক্যান্ডি তাস্কার্সের হয়ে খেলবেন ইরফান পাঠান। তার দলে রয়েছে টি-টোয়েন্টি বস ক্রিস গেইল, ওয়াহাব রিয়াজ, কুশল পেরেরার মতো খেলোয়াড়রা। দলটির মালিক সালমান খানের ছোট ভাই সোহাইল খান ও তাদের বাবা সেলিম খান। তাদের পারিবারিক প্রতিষ্ঠান ‘সোহাইল খান ইন্টারন্যাশনাল এলএলপি’-এর অর্থায়নে দলটি কিনে নেয়া হয়েছেন।

এলপিএলে খেলার বিষয়ে ক্রিকইনফোকে ইরফান বলেন, ‘আমি শ্রীলংকায় খেলার জন্য মুখিয়ে আছি। হ্যাঁ, আমি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। তবে আমি এখনও বিশ্বজুড়ে ক্রিকেটে খেলতে পারব। আমি মনে করি, এখনও খেলার মতো অনেক কিছুই আছে আমার ভেতরে। মাঠে থেকে লড়াইয়ের স্বাদ নিতে পারব, যা গত দুই বছর ধরে আমি পারছি না। আশা করছি এলপিএল উপভোগ্য হবে।’
এলপিএলে ক্যান্ডি তাস্কার্স একাদশে আছেন যারা– ক্রিস গেইল, কুশল পেরেরা, ইরফান পাঠান, লিয়াম প্লাংকেট, ওয়াহাব রিয়াজ, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, সেকুগে প্রসন্ন, আসেলা গুনারাত্নে, নবীন উল হক, কামিন্দু মেন্ডিস, দিলরুয়ান পেরেরা, প্রিয়ামল পেরেরা, কাভিশকা আনজুলা, লাসিথ এম্বুলদেনিয়া, লাহিরু সামারাকুন, নিশান ফার্নান্দো, চামিকা এডিরিসিংহে এবং ইশান জয়ারত্নে।

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এলপিএলের প্রথম আসর। টুর্নামেন্টে অংশ নেবে পাঁচ দল– কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল