১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মে ৬, ২০২১
অনলাইন ডেস্ক ::
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শ্রাবন্তীসহ বিজেপি মনোনিত অভিনেত্রীদের ‘নগরের নটী’ বলার বিতর্কের জেরে তথাগত রায়কে দিল্লিতে তলব করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।
বৃহস্পতিবার সকালে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন তিনি। তথাগত লিখেছেন, ‘আমাকে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব দিল্লি যেতে বলা হয়েছে। সাধারণ তথ্য হিসেবে জানানো হল’।
বিধানসভা ভোটে বিজেপি-র ভরাডুবির পর দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত মঙ্গলবার সকালে টুইটারে দলের চিত্রতারকা প্রার্থীদের বিরুদ্ধে সরব হন।
তথাগত রায় ২০১৫ সাল পর্যন্ত ত্রিপুরার রাজ্যপাল বা গভর্নর হিসেবে দায়িত্বপালন করেন। ২০১৮ সালের আগস্ট থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত মেঘালয় রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বিজেপির জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্বপালন করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ও একই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ছিলেন।
১৯৪৫ সালে কলকাতায় জন্ম নেয়া তথাগত রায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগেও ডিগ্রি অর্জন করেছেন। তথাগত রায় ১৯৮৬ সালে ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠন আরএসএসে যোগ দেন। তিনি চাকরি জীবন শেষ করে ১৯৯০ সালে বিজেপিতে যোগ দেন। পরে ২০০২ সালে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের তৎকালীন সভাপতি অসীম ঘোষের স্থলাভিষিক্ত হন।
বিজেপি নেতা তথাগত রায়ের বড় ভাই সৌগত রায় তৃণমূল কংগ্রেসের এমপি ও সাবেক মন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D