অসহায়দের পাশে জাহাঙ্গীর আলম

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

অসহায়দের পাশে জাহাঙ্গীর আলম
সিলেট জেলার সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউপি’র ১নং ওয়ার্ডের মোহাম্মদপুর আ/এ এলাকায় প্রত্যাশা সমাজ কল্যান সংস্থা’র উদ্দ্যোগ ও তত্ত্বাবধানে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন এর আগামী দিনের কান্ডারী যুব সমাজের অহংকার জেলা যুবলীগের অন্যতম নেতা জনাব জাহাঙ্গীর আলম এর দিক নির্দেশনায় ৩ টি দফায় অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এর মধ্যে ১ম দফাতে ১৭০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়, ২য় দফায় ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন হয় এবং ৩য় দফায় ৫৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রত্যাশা সমাজ কল্যান সংন্থা ছাড়াও জেলা যুবলীগ নেতা ও তরুন সমাজ সেবক জাহাঙ্গীর আলম তার নিজ তহবিল থেকে বিভিন্ন সামাজিক সংগঠন ও পরিবহন সংস্থার মধ্যে ও রাতের আধারে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী পৌচ্ছে দিচ্ছেন। উক্ত খাদ্য সামগ্রী বিতরনে প্রত্যাশা সমাজ কল্যান সংস্থাকে দেশ-বিদেশ ও অত্র এলাকার মোরব্বি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ পাশে থেকে সর্বক্ষন সাহায্য ও সহযোগিতা করেছেন। প্রত্যাশা সমাজ কল্যান সংস্থার সভাপতি জনাব মনজু আহমদ ও সাধারন সম্পাদক এনামুল হক মুন্না বলেন, বিশ্বের এ ক্লান্তি লগ্নে, সকল প্রতিকুলতাকে জয় করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে সব সময় প্রত্যাশা পরিবার অসহায়দের পাশে আছে এবং থাকবে।