অসহায় মানুষের মাঝে ফরচুন এন্টারপ্রাইজের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

অসহায় মানুষের মাঝে ফরচুন এন্টারপ্রাইজের আর্থিক সহায়তা প্রদান

সিলেটের দিনকাল ডেস্ক:

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আসুন আমরা মহামারিতে মানুষের সাহায্যের জন্য একটু হাত বাড়িয়ে দেই। বর্তমানে সারা বিশ্ব এক কান্ত্রিকাল অতিক্রম করছে। সাধারণ খেটে খাওয়া ও অসহায় মানুষ আজ দিশেহারা। করোনা নামক ভাইরাসটি সম্পর্কে তারা কিছুই জানে না। তারা শুধু জানে কিভাবে দুমুঠো ভাত সংসারের অন্যান্য সদস্যদের মুখে তুলে দিবে। এসব খেটে খাওয়া মানুষদের সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন মেসার্স ফরচুন এন্টারপ্রাইজের পক্ষে সোহেবুল হক (শোয়েব)। তিনি মনে করেন আমাদের সমাজের সামর্থবানরা যদি নিজেদের পক্ষ থেকে একটু একটু করে অসহায়দের সাহায্য এগিয়ে আসেন, কিছুটা হলেও অসহায়দের মুখে হাসি ফুটানে সম্ভব।

তিনি রোববার দুপুরে সিলেট নগরীর জল্লারপার সহ বিভিন্ন কলোনীতে নগদ অর্থবিতরণকালে এই কথাগুলো ব্যক্ত করেন। এসময় তার সাথে মেসার্স ফরচুন এন্টারপ্রাইজের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এসময় তিনি সমাজের বিত্তশালীদের এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল