অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

দিনকাল ডেস্ক:
অসহায় শীতার্ত মানুষ আমাদের সমাজের অংশ তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের সাহাযার্থে সমাজের বৃত্তবানদের যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনেকে এই শীত থেকে কিছুটা মুক্তি পাবে। রোটারি ক্লাব সিলেট সাউথের উদ্যোগে মঙ্গলবার নগরীর কাজিটুলায় অসহায় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরনকালে বক্তারা একথা বলেন।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী পিএইচএফ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি জুনেদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আইপিপি রোটারিয়ান জুবায়ের আহমদ পিএইচএফ, রোটারিয়ান পিপি আব্দুল মালিক সুজন, রোটারিয়ান পিপি বেলায়েত হোসাইন চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আব্দুল মুহিত দিদার,রোটারিয়ান দীপক চক্রবর্তী, রোটারিয়ান চৌধুরী মাহবুবুর রহমান, আব্দুল মুকিত, লায়ন্স আছিয়া খানম সিকদার, রেজিয়া খাতুন, সুলেমান খান সিন্দু প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল