অস্ট্রেলিয়ায় পরাজয়ের ম্যাচে জরিমানা কোহলিদের

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

অস্ট্রেলিয়ায় পরাজয়ের ম্যাচে জরিমানা কোহলিদের

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৩৭৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৬৬ রানে হেরে যায় ভারত। পরজায়ের ম্যাচেও দুঃসংবাদ ভারতীয় শিবিরে। মন্থর ওভার রেটের কারণে জারিমানা গুনতে হচ্ছে বিরাট কোহলিদের।

নির্ধারিত সময়ে এক ওভার বল কম করায় ভারতীয় দলের সবাইকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন।

শুক্রবার সিডনি ক্রিকেট মাঠে প্রথমে ব্যাটিংয়ে নেমে স্টিভ স্মিথ ও অ্যারন ফিঞ্চের জোড়া সেঞ্চুরিতে ৩৭৪ রানের পাহাড় গড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। টার্গেট তাড়া করতে নেমে ১০১ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়ায় ভারতকে খেলায় ফেরান ওপেনার শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া। পঞ্চম উইকেটে তারা ১২৮ রানের জুটি গড়েন।

এরপর অ্যাডাম জাম্পার লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ধাওয়ান (৭৪), পান্ডিয়া (৯০) ও রবিন্দ্র জাদেজা (২৫) আউট হলে জয়ের স্বপ্ন ভেস্তে যায় ভারতের। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩০৮ রানে থামে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে ৫৪ রানে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।

রোববার বাংলাদেশ সময় ৯টা ৪০ মিনিটে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। এ ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত হবে স্বাগতিকদের।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল