সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
স্পোর্টস ডেস্ক
ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সফরে চারটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে দুই দল। আসন্ন ওই সফরকে সামনে রেখে সোমবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা তিনটি দল ঘোষণা করেছে ভারত। তিন ফরম্যাটেই দলের অধিনায়ক বিরাট কোহলি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোহলির সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। চলতি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের নেতৃত্ব দিচ্ছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন আজিঙ্কা রাহানে।
কিন্ত ঘোষিত এই তিন ফরম্যাটের দলের কোথায়ও জায়গা হয়নি ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা ও তারকা পেসার ইশান্ত শর্মার। চোটের কারণে তাদের দলে রাখা হয়নি। ভারতীয় ক্রিকেট দলের মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তারা। পুরোপুরি ফিট হলেই তাদের সফরে পাঠানো হতে পারে।
সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলের ১৩তম আসরের ফাইনাল হবে ১০ নভেম্বর। আইপিএল শেষেই অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। সেই সফরের জন্য তিন ফরম্যাটে তিন দল ঘোষণা করেছে বিসিসিআই। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে গোলাপি বলের খেলা শুরু হবে।
ভারতীয় টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি, শেখর ধাওয়ান, মায়াঙ্কর আগরওয়াল, লোকেশ রাহুল, স্রেয়াশ আয়ার, মনশ পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, সানজু স্যামন, রবিন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, মনদীপ সিং, দীপক চাহার ও বরুণ চক্রবর্তী।
ভারতীয় ওয়ানডে দল: বিরাট কোহলি, শেখর ধাওয়ান, শুভম গিল, লোকেশ রাহুল, স্রেয়াশ আয়ার, মনশ পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগরওয়াল, রবিন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, নভদীপ শাইনি ও শার্দুল ঠাকুর।
ভারতীয় টেস্ট দল: বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বীশ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, শুভম গিল, ঋদ্ধিমান শাহা, রিশব প্যান্ট, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, উমেশ যাদব, নভদীপ শাইনি, কুলদীপ যাদব, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি