সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮
নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম টপির অবস্থা সঙ্কটপূর্ণ। চিকিৎসার প্রয়োজনে তার মাথার খুলি আলাদা করে রাখা হয়েছে।
আজ মঙ্গলবার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের যুগ্মপরিচালক প্রফেসর ড. বদরুল আলম মন্ডল এ কথা জানিয়েছেন। স্বামী মারা যাওয়ার পর স্ট্রোক করে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
প্রফেসর ড. মো. বদরুল আলম মণ্ডল বলেন, ‘আফসানার ব্লাডপ্রেশার ১২০/১৮০। তার কিডনি, লিভার ও হার্ট সচল রয়েছে। তবে তার মস্তিষ্ক স্বাভাবিক রেসপন্স করছে না। এ অবস্থায় ব্রেইনের ওপর প্রেশার কমাতে মাথার খুলি খুলে রাখা হয়েছে। ব্রেইনের ওপর প্রেশার কমে গেলে খুলি পুনরায় প্রতিস্থাপন করা হবে।’
বদরুল আলম আরও বলেন, ‘আমরা আফসানার চিকিৎসা চালিয়ে যাব। আগামীকাল সকাল ১০টার দিকে চিকিৎসার জন্য আরও একটি মেডিকেল টিম গঠন করা হবে।’
আফসানার বর্তমান অবস্থা জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘প্রথম দিনের পর গত পরশু রাতে তিনি আবার স্ট্রোক করেন। এরপর রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত পুনরায় তার অস্ত্রোপচার করা হয়।’
কোনো কোনো গণমাধ্যমের খবরে আফসানা মারা গেছেন উল্লেখ করে সে সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। জবাবে ড. মো. বদরুল আলম মণ্ডল বলেন, ‘কেউ ন্যাচারেলি ডেড না হওয়া পর্যন্ত আমরা তাকে ডেড বলব না।’
গত ১২ মার্চ কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার বিমান। এ সময় ক্রু, যাত্রীসহ মোট ৭১ আরোহী ছিলেন বিমানে। তাদের মধ্যে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি