২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০
স্পোর্টস ডেস্ক :
করোনা মহামারীর শঙ্কাকে পাশ কাটিয়ে শুরু হতে যাচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল।
আসছে ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে গড়াবে আইপিএলের ১৩তম আসর।
ইতিমধ্যে দলগুলো দুবাইতে পৌঁছে অনুশীলনে ব্যস্ত হয়েছে। আর এরই মধ্যে চুরির অভিযোগে বিতর্কিত হতে যাচ্ছে ভারতের ক্রিকেটের সবচেয়ে বেশি জমকালো এই লিগ।
সম্প্রতি এবারের আসরের থিম সং প্রকাশিত হয়েছে । আর প্রকাশের পর পরই এটি চুরি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভারতীয় র্যাপার কৃষ্ণা কাউল।
এ বিষয়ে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন কৃষ্ণা।
টুইটে তিনি দাবি করেছেন, ২০১৭ সালের প্রকাশ পাওয়া তা গান ‘দেখ কৌন আয়া ওয়াপস’থেকে চলতি বছরের আইপিএলের থিম সং নকল করা হয়েছে ।
কৃষ্ণা লিখেছেন, ‘আমার গানের নকল করে আইপিএলের থিম সং বানানো হয়েছে। অথচ আমার কাছ থেকে অনুমতি নেয়া হয়নি। ক্রেডিটও দেওয়া হয়নি। খবরটি ছড়িয়ে দিন। যাতে ওরা আর সহজে পার না পেয়ে যেতে পারে।’
কৃষ্ণার এই টুইটের পরেই ভারতের নেট দুনিয়া তোলপাড় শুরু হয়। ইতিমধ্যে ৭১০০ টি রিটুইট হয়ে গেছে। #IPLAnthemCopied হ্যাশট্যাগ টুইটারে ট্রেন্ডিং হয়ে গেছে।
তবে কৃষ্ণার এমন অভিযোগ খন্ডনে কোনো তথ্য প্রমাণাদি না দিলেও গণমাধ্যমে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, এই চুরির কোনও তথ্য তাদের কাছে নেই।
তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া, টুইটার, জুমনিউজ ইন্ডিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D