১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মে ২, ২০১৬
ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরে খেলছেন বাংলাদেশি দুই ক্রিকেটার। সাকিব আল হাসান কলকাতা নাইটা রাইডার্স আর মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দরাবাদে। সাকিব চলতি আসরে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে না পারলেও মুস্তাফিজ নিয়মিত আলো ছড়াচ্ছেন। এবারের আসরে এখন পর্যন্ত তাকে অন্যতম সেরা পেসার মনে করা হচ্ছে। আসরের মাঝপাথে আইপিএলে আরেক বাংলাদেশির খেলার সম্ভাবনা জেগে উঠেছে। তিনি হলেন মাহমুদুল্লাহ। মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টে বাংলাদেশের এই ব্যাটসম্যানকে নেয়ার পরামর্শ দিলেন জনপ্রিয় ধারাভাষ্যকর হর্ষ ভোগলে। ইনজুরির কারণে পুনে সুপারজায়ান্ট পড়েছে মহাবিপদে। কেভিন পিটারসেন, ফ্যাফ ডু প্লেসির পর এবার ইনজুরিতে স্টিভেন স্মিথ। দলের সেরা তিন ব্যাটসম্যানকে চলতি আসরে পাচ্ছে না পুনে। ডু প্লেসি’র বদলে ইতিমধ্যে তারা দলে নিয়েছে অজি ব্যাটসম্যান উসমান খাজাকে। কিন্তু পিটারসেন ও স্মিথের বদলে এখনও কাউকে দলে ভেড়ায়নি। তার আগেই পুনেকে পরামর্শ দিলেন হর্ষ ভোগলে। যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের বেশি প্রশংসায় করায় এবার আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে তাকে বাদ দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবুও বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসায় থেমে নেই তিনি। এক টুইটের মাধ্যমে পুনে সুপারজায়ান্টের প্রতি মাহমুদুল্লাহকে দলে নেয়ার পরামর্শ দিয়ে লেখেন, ‘জনসন চার্লস রাইজিং পুনে সুপারজায়ান্টে? পুরো স্বাধীনতা নিয়ে খেলতে পারে এমন একজনকে তো টপ অর্ডারে দরকার। আর ফিনিশারের কাজটা কি মাহমুদুল্লাহ করতে পারবেন?’ এই টুইটে তিনি ক্যারিবীয় ব্যাটসম্যান চার্লসের সঙ্গে মাহমুদুল্লাহকেও দলে নেয়ার সুপারিশ করলেন। হর্ষ ভোগলের মতো মাহমুদুল্লাহর ভক্ত ভারতের আরেক জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে তিনি মাহমুদুল্লাহকে বর্তমান সময়ের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে অভিহিত করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D