সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
স্পোর্টস ডেস্ক ::
সোমবার রাতে আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আইপিএলের ৩৭তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।
আর এই ম্যাচে জয়-পরাজয় যাই হোক মাঠে নামলেই অনন্য এক ইতিহাস রচনা করবেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
নিজের আইপিএল ক্যারিয়ারে ২০০তম ম্যাচ খেলবেন ধোনি। যে রেকর্ড আইপিএলে আর কোনো খেলোয়াড়ের নেই।
অবশ্য ধোনির ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। রোববার রাতে পাঞ্জাবের বিপক্ষে নিজের ১৯৭তম ম্যাচ খেলেছেন রোহিত। এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। তিনি খেলেছেন ১৯৩টি আইপিএল ম্যাচ। তবে এবারের আইপিএল শুরুর আগে হুট করে ভারতে চলে আসায় সর্বোচ্চ ম্যাচ খেলার দৌড়ে অনেক পিছিয়ে পড়বেন তিনি।
আইপিএলে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। তিনি এ পর্যন্ত খেলেছেন ১৮৬টি ম্যাচ।
এখন পর্যন্ত ১৯৯ ম্যাচ খেলে আইপিএলে ধোনির সংগ্রহ ৪৫৬৮ রান। যেখানে রয়েছে ৩০৬টি বাউন্ডারি ও ২১৫টি ছক্কা। টুর্নামেন্টে ধোনির সর্বোচ্চ রান ৮৪ অপরাজিত।
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিক ইনফো
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি