Social Bar

আইপিএলে যে দলের হয়ে খেলতে আসছেন স্টোকস

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

আইপিএলে যে দলের হয়ে খেলতে আসছেন স্টোকস

স্পোর্টস ডেস্ক

বাবার অসুস্থতা ও মৃত্যুতে পাকিস্তান সিরিজ থেকে বিরতি নেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

অনেক দিন ধরেই মাঠের বাইরে রয়েছেন এ ক্রিকেটার।

এবার ফের ঝড় তুলতে দেখা যাবে বেন স্টোকসকে। আর সেটি হতে যাচ্ছে মরুরবুকে আইপিএলে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ইতিমধ্যে নিউজিল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রাও করেছেন স্টোকস।

আইপিএলে কোনো দলের জার্সি গায়ে চড়াবেন স্টোকস। তার জবাব টুইটে দিয়েছে রাজস্থান রয়্যালস।

দলটি তাদের অফিসিয়াল টুইটার পেজে বেন স্টোকসের যাত্রার ছবি পোস্ট করে তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।

তবে আমিরাতে পৌঁছেই মাঠে নামতে পারছেন না স্টোকস।

আইপিএলের নিয়মানুযায়ী, করোনা নিয়ম মেনে ছয় দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে স্টোকসকে। কোয়ারেন্টিন শেষেই তাকে দ্রুত নামানো হবে কিনা সে প্রশ্নও উঠেছে।

ধারণা করা হচ্ছে, কোয়ারেন্টিন পর্ব শেষে কিছুটা অনুশীলনের পর আগামী ১৪ অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দেখা যেতে পারে বেন স্টোকসকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

Follow for Regular News