সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
খেলাধুলা : অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক অ্যালান বোর্ডার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় সমালোচক। তাঁর মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পয়সা কামাইয়ের কৌশল ছাড়া আর কিছুই নয়।এর পরিপ্রেক্ষিতে বোর্ডার মনে করেন, টি–টোয়েন্টি বিশ্বকাপকে আইপিএলের চেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত।এ বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু করোনাভাইরাস মহামারির জন্য তা পিছিয়ে নেওয়া হয়। আগামী বছর তা অনুষ্ঠিত হবে ভারতে। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২২ সালে অস্ট্রেলিয়ায়।আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলেন বোর্ডারেরই দেশের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জনি বেয়ারস্টোও খেলেছেন এবারবোর্ডারের প্রশ্ন, করোনা মহামারির জন্য টি–টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হতে পারলে আইপিএল কেন মাঠে গড়াল?ভারতের জমকালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে গড়ানোর পেছনে টাকাপয়সা আয়কেই মুখ্য কারণ বলে মনে করেন টেস্টে একসময় সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক।সংবাদমাধ্যম এবিসিকে বোর্ডার বলেন, ‘বিষয়টি ভালো লাগেনি। স্থানীয় টুর্নামেন্টের চেয়ে বৈশ্বিক টুর্নামেন্ট অগ্রাধিকার দেওয়া উচিত। টি–টোয়েন্টি বিশ্বকাপ মাঠে অনুষ্ঠিত হতে না পারলে আইপিএলও গড়ানো উচিত নয়। আমি তো বলব এটা (আইপিএল) টাকাপয়সা ধরার কৌশল ছাড়া আর কিছুই নয়। টি–টোয়েন্টি বিশ্বকাপই অগ্রাধিকার পাওয়া উচিত। এমন কিছু হলে আয়োজক বোর্ডগুলোর আইপিএলে খেলোয়াড় পাঠানো বন্ধ করা উচিত।’অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে পৌঁছেছে ভারত জাতীয় দল। তিন ম্যাচ টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ।এর মধ্যে প্রথম টেস্ট খেলে দেশে ফিরবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম সন্তানের মুখ দেখতে স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকবেন তিনি। বোর্ডার এমনিতে কোহলির গুণমুগ্ধ।তাঁর খেলার ধরন ও আক্রমণাত্মক মানসিকতা ভালো লাগে ১৫৬ টেস্ট খেলা ৬৫ বছর বয়সী বোর্ডারের। তাঁর মতে, ক্রিকেটের শুদ্ধতম সংস্করণ টেস্টকে বাঁচিয়ে রাখতে পারেন কোহলির মতো খেলোয়াড়।ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রসঙ্গ টেনে বোর্ডার বলেন, ‘কোহলি আক্রমণাত্মক খেলোয়াড়। তার মতো খেলোয়াড় এবং ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলের ওপর নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাতামাতির সময়ে টেস্ট ক্রিকেটের বেঁচে থাকা।’কোহলির সন্তান নিয়ে রসিকতাও করেন বোর্ডার। ভারতীয় অধিনায়কের সন্তান অস্ট্রেলিয়ায় জন্মালে তাঁকে অস্ট্রেলিয়ান দাবি করে বসতেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি