আইপিএল নিলাম নিষেধাজ্ঞার জন্য মামলা, মামলাকারীকে জরিমানা

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

আইপিএল নিলাম নিষেধাজ্ঞার জন্য মামলা, মামলাকারীকে জরিমানা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর নিলামের উপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন নিয়ে আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন এক ব্যক্তি। শুক্রবার সেই মামলাটি খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। আদালতের মূল্যবান সময় এভাবে নষ্ট করার জন্য মামলাকারীকে ২৫ হাজার ভারতীয় রুপি জরিমানাও করেছেন বিচারপতি। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩০ হাজার টাকা।

জনস্বার্থ মামলায় আইপিএলে ক্রিকেটার কেনাবেচাকে চ্যালেঞ্জ করেন ওই ব্যক্তি। তিনি আইপিএল অকশানকে ‘মানবপাচার’-এর সঙ্গে তুলনা করেন। তাঁর আরও বক্তব্য ছিল, এই ধরনের নিলাম স্বজনপ্রীতি ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়। শুনানি দূর অস্ত, জনস্বার্থ মামলাটি আদলতে পেশমাত্র খারিজ হয়ে যায়।

২০০৮ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। প্রতিবছরই আইপিএলের জন্য নিলাম অনুষ্ঠিত হয়ে থাকে। এখন পর্যন্ত যে ১২টি আসর অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স চারবার, চেন্নাই সুপার কিংস তিনবার, কলকাতা নাইট রাইডার্স দুইবার, রাজস্থান রয়্যালস একবার, ডেকান চার্জার্স একবার ও সানরাইজার্স হায়দ্রবাদ একবার করে শিরোপা জিতেছে।

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল