১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩
আওয়ামী লীগের “শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা” সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ জুলাই ২০২৩, মঙ্গলবার সিলেটে আওয়ামী লীগ আয়োজিত “শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা” কর্মসূচি সফল বাস্তবায়নের লক্ষে আজ রবিবার (১৬ জুলাই) বেলা ১টায় সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের অংশগ্রহণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় “শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা” কর্মসূচি সফল আয়োজন ও বাস্তবায়নের লক্ষে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তগুলো হচ্ছে:
## প্রত্যেক অঙ্গ ও সহযোগী সংগঠন আগামী মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১:৩০ টার মধ্যে নিজ নিজ ব্যানারে মিছিল সহকারে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে উপস্থিত হবেন।
## ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শোভাযাত্রা দুপুর ১২টায় শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হবে।
## শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং প্রত্যেক অঙ্গ ও সহযোগী সংগঠন দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, মহানগর আওয়ামী লীগের জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, জেলা কৃষক লীগের সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এড. সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আসমা আখতার কামরান, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ মোঃ আবুল হাসনাত বুলবুল, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ আব্দুল মালিক এডভোকেট, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, মহানগর কৃষক লীগের সহ-সভাপতি হোসেইন আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D