আকরাম খানকে সম্মান জানাল আইসিসি

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

আকরাম খানকে সম্মান জানাল আইসিসি

স্পোর্টস ডেস্ক

আকরাম খানের অধিনায়কত্বে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেই ট্রফি জয়ের মধ্য দিয়েই দেশের ক্রিকেটের পটপরিবর্তন হয়।

বাংলাদেশের ক্রিকেট আজ এ পর্যায়ে আসার পেছনে যার অবদান সবচেয়ে বেশি সেই কিংবদন্তি ক্রিকেটার আকরাম খানকে সম্মান জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি।

আইসিসি ট্রফি জয়ের ফলেই ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পায় বাংলাদেশ। বিশ্বকাপের সেই আসরে ইংল্যান্ডের নটিংহামে ৩১ মে পাকিস্তানের বিপক্ষে ৪২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন আকরাম খান। তার সেই ইনিংসের ভিডিওটি গতকাল আইসিসি নিজেদের অফিসিয়াল পেজে পোস্ট করেছে।

পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ৮৮ মিনিট ব্যাটিং করে ৬৬ বলে ৬টি চারের সাহায্যে দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন আকরাম খান। তার ইনিংসে ভর করেই ৯ উইকেটে ২২৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে সাকলাইন মোস্তাক নেন ৫ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে খালেদ মাহমুদ সুজনের গতি আর খালেদ মাসুদ পাইলটের দুর্দান্ত কিপিংয়ে ৪৪.৩ ওভারে ১৬১ রানে অলআউট হয় ওয়াসিম আকরামের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। ৬২ রানের ঐতিহাসিক জয় পায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন দল।

বাংলাদেশের ক্রিকেটের উত্থানের পেছনে অগ্রণী ভূমিকা রাখা আকরাম খান অবসরে ক্রিকেট প্রশাসনের সঙ্গেই জড়িয়ে যান। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল