আগামীকাল মৌলভীবাজার আসছেন মিজানুর রহমান আজহারী

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

আগামীকাল মৌলভীবাজার আসছেন মিজানুর রহমান আজহারী

সিলেটের দিনকাল ডেস্ক:
সমকালীন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তরুণ মুফাসসির ও ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী আসছেন সদর উপজেলার সরকার বাজারে। আগামী ০১ জানুয়ারী (বুধবার) সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের সরকার বাজার আল-মাহবুব কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে সি.এন.জি শ্রমিক সমিতি কর্তৃক আযোজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে দুপুর বেলা ০২ ঘটিকায় প্রধান আলোচক হিসেবে তিনি বক্তব্য রাখবেন।

মিজানুর রহমান আল-আজহারী বর্তমান সময়ে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা। বাংলাদেশে বৃত্তি ও মেধাতালিকায় স্থান করে নিয়ে দাখিল ও আলিম পাস করে স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষার জন্য তিনি মিশর গমন করেন।

বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তারপর মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে এমফিল সম্পন্ন করে বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন। ইংরেজি, বাংলা ও আরবিতে সমানভাবে পারদর্শী মিজানুর রহমান আজহারী বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী স্কলার হিসেবে তিনি পরিচিত। তার আগমনকে কেন্দ্র করে জেলার ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

সরকারবাজার সিএনজি শ্রমিক সমিতির সভাপতি মশিউর রহমান নয়ন-বলেন, মাহফিল বাস্তবায়নের জন্য ৪ (চার)শতাধিক স্বেচ্ছাসেবক কর্মী ও সিএনজি শ্রমিকদের সমন্নয়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি বলেন আমাদের সমাজের সমস্যাগুলোর একমাত্র সমাধান হলো কোরআন। কোরআনের আলোয় সমাজকে আলোকিত করা গেলে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়-অপরাধ থাকবে না। এ ওয়াজ মাহফিল থেকে কোরআনের আলো পেয়ে শিরক, বিদআত, মাদক, সন্ত্রাস, ছিনতাই ও দুর্নীতিমুক্ত হয়ে আমাদের সমাজ আলোকিত হবে এটাই আমাদের প্রত্যাশা। উক্ত মাহফিলকে সামনে রেখে উপজেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করতে দেখা গেছে।