আগামীতে ডোব টেস্ট করে শাবিতে শিক্ষার্থী ভর্তি

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

আগামীতে ডোব টেস্ট করে শাবিতে শিক্ষার্থী ভর্তি

আগামী ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে শাহজাল্লা বিজ্ঞান ও প্রযুক্তি ুুুবিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীদের ডোব টেস্ট করে ভর্তি করানো হবে বলে জানিয়েছেন উপাচার্য অদ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার ২১ আগস্ট বিকেল ৩টায় বিশ^দ্যিালয়ের মিনি অডিটোরিয়ামে সমাজ বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত এক একাডেমিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেন উপাচার্য।

উপাচার্য বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো শাহজালাল বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, অবকাঠামো, গবেষণাসহ বিভিন্ন ধরনের উন্নয়ন হচ্ছে। এছাড়াও আমরা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের অপকর্ম দূর করেছি। আমাদের বিশ^বিদ্যালয় হবে অন্যান্য বিশ^বিদ্যালয়ের রুল মডেল।

তিনি জানান, আগামী বছর থেকে আমরা ডোপ টেস্ট করে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো এবং বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের মাদকাসক্ত শিক্ষার্থী ভর্তি হতে পারবে না। আমরা মাদকসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স

তিনি আরো উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় থেকে র‌্যাগিং তুলে দেয়া, সেশন জট কমিয়ে আনা, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বাজেট কয়েকগুণ বৃদ্ধি, গবেষণা খাতে বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় ক্লাবকে আধুনিকায়ন করা, ডিজিটাল হাজিরা ব্যবস্থা করা, পরিবহন খাতে ৯ টি নতুন বাস সংযুক্ত করা, বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, আবাসিক হলগুলোতে খাবারের মান বৃদ্ধি করাসহ আরো নানা দিক উল্লেখ করেন।
এসময় সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. লায়লা আশরাফুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সাল আহম্মদ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসান নাঈম, শাবি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল