২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন রবিবার (৬ ডিসেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু।
সম্মেলনে কাউন্সিলারদের সম্মতিতে বিএনপি নেতা আব্দুল হাফিজকে সভাপতি ও মুজিবুর রহমান খছরুকে সাধারণ সম্পাদক পুণঃনির্বাচিত করে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক মেয়াদের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১ সপ্তাহের মধ্যে দলের ত্যাগী, কারা নির্যাতিত ও পরীক্ষিত নেতাদের অর্ন্তভুক্ত করে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিদের্শ দিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান।
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রিয় বিএনপির নেতা, সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, বর্তমান দেশ পরিচালনাকারীদের সরকার বলা যায় না। ক্ষমতায় যেতে জনগণের ভোটের প্রয়োজন না পড়ার সব কৌশল পাকাপোক্ত করেছে। ব্যালটের ভোট চুরি এখন তাদের লজ্জায় ফেলে দেয় তাই ডিজিটাল ভোট চুরির জন্য বিশ্ব নিন্দিত অস্ত্র ইভিএম পদ্ধতি নিয়ে এসেছে। তিনি নেতাকর্মী ও গণতন্ত্রকামী দেশবাসীকে আশ্বস্থ করে বলেন, ঐক্যবদ্ধ থাকুন, আগামী সংসদ নির্বাচন আর আওয়ামী লীগের অধীনে নয়।
উপজেলা বিএনপির পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খানের পরিচালনায় অুনষ্ঠিত কাউন্সিল সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌরমেয়র ফয়জুল করিম ময়ুন, সহসভাপতি এমএ মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, সাধারণ সম্পাদক ও সাবেক মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, আব্দুর রাকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, জুড়ী উপজেলা উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মোক্তাদির রাজু।
সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির পুনঃনির্বাচিত সভাপতি আব্দুল হাফিজ, পৌর বিএনপির সভাপতি ও পৌরসভা নির্বাচনের ধানের শীষের মেয়রপ্রার্থী আনোয়ারুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি সাইফুল ইসলাম খোকন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আইনুল ইসলাম, জুড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম শুনু, দক্ষিণ শাহবাজপুর ইউপি বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ স্বপন, দাসেরবাজার ইউপি বিএনপির সভাপতি নজরুল ইসলাম, বর্নি ইউপি বিএনপির সভাপতি সরওয়ার আহমদ, নিজ বাহাদুরপুর ইউপি বিএনপির সভাপতি মিছবাউল হক মিনু, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D