২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯
দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেন, আজকের ছাত্ররাই আগামীর দেশ পরিচালনার নেতৃত্বে দেবে, ছাত্র লীগের গৌরবোজ্জ¦ল ভাবমুর্তি অক্ষুন্ন রেখেই নেতৃত্ব গড়ে তুলতে হবে, পড়াশোনার পাশাপাশি নিজেদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, নিজে ভালো কাজ করা এবং অন্যদের ভালো কাজে উৎসাহিত করতে হবে, নিজেরা মাদক থেকে মুক্ত থাকবে এবং অন্যদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তুলবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়তে হলে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা নিতে হবে,আজকে তোমরা যারা ছাত্র তারাই আগামীতে নেতৃত্ব দিবে, দেশ পরিচালনা করবে। গতকাল রবিবার পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে কলেজ ছাত্র লীগ আয়োজিত নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। দিরাই সরকারি কলেজ শাখার ছাত্রলীগের আহবায়ক মারুফ আহমদ জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, আওয়ামীলীগ নেতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, উপজেলা কৃষকলীগের আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহজাহান সরদার, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আশিক মিয়া, যুবলীগ নেতা কলিম উদ্দিন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক উজ্জল মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা সুইটি সূত্রধর পূজা, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি উজ্জ¦ল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সজীব নূর, আব্দুল্লাহ মাহমুদ রানা, চরনারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল আরমান, কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবেদ আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবীন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ ও পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রশান্ত সাগর দাস, দিরাই
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D