আজ মাঠে না গিয়ে পদ্মাপাড়ে টাইগারভক্ত শোয়েব

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

আজ মাঠে না গিয়ে পদ্মাপাড়ে টাইগারভক্ত শোয়েব

স্পোর্টস ডেস্ক :: শতভাগ দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। ৪১তম স্প্যানটি বসার মধ্য দিয়ে বৃহস্পতিবার যুক্ত হলো পদ্মার এপার-ওপার।

ঠিক দুপুর ১২টা ২ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১২-১৩ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ‘টু-এফ’ স্প্যানটিকে।

আর এরই সঙ্গে দৃশ্যমান হয়েছে ৬ হাজার ১৫০ মিটার দৈর্ঘ্য পুরো সেতুটি।

শুরু থেকেই পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই দেশবাসীর। প্রতিটি স্প্যান বসানোর খবর নখদর্পণে সবার।

বাংলাদেশ ক্রিকেট দলের পাড়ভক্ত শোয়েব আলীও এর ব্যতিক্রম নন। গ্যালারিতে বাঘের পোশাকে যিনি বাংলাদেশ দলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যান। ওড়ান লাল-সুবজের পতাকা।

তবে আজ মাঠে পতাকা ওড়াননি শোয়েব। দেশকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন পদ্মার পাড়ে গিয়ে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খুলনা বনাম ঢাকা ম্যাচ না দেখে তিনি সোজা চলে গেলেন পদ্মায়। পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো দেখতে গেছেন তিনি।

২২ গজের মাছে বাংলাদেশের অনেক ইতিহাসের সাক্ষী তিনি। স্বপ্নের পদ্মা সেতুরও সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে চান শোয়েব।

বাঘের সাজে জাতীয় পতাকা হাতে গ্যালারি মাতানো শোয়েব জাতীয় পতাকা বুকে ধারণ করে গিয়েছিলেন পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো দেখতে। বিজয়ের পতাকাও ওড়ালে ভোলেননি তিনি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল