Social Bar

আপত্তিকর মন্তব্য করলেই ব্যবস্থা নেবে বাফুফে

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

আপত্তিকর মন্তব্য করলেই ব্যবস্থা নেবে বাফুফে

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, কুরুচিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, আক্রমণাত্মক ও অপমানজনক পোস্ট দিয়ে যাচ্ছে।

বাফুফে এবং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে নিয়ে মানহানিকর এমন মন্তব্যের কারণে নষ্ট হচ্ছে দেশের ফুটবল ফেডারেশন ও সভাপতির ভাবমূর্তি। যে কারণে বাধ্য হয়েই লিগ্যাল নোটিশ দিয়েছে বাফুফে।

বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এমএইচ তানভীর বাফুফের পক্ষে লিগ্যাল নোটিশ জারি করেন বলে জানা গেছে।
লিগ্যাল নোটিশ গ্রহীতারা হচ্ছেন যারা সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব, ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং ওয়েবসাইট ব্যবহার করে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার ও পরিবেশন করছেন তারা।

এ নোটিশ প্রদানের পর এসব কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুযায়ী ও বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

Follow for Regular News