সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
স্পোর্টস ডেস্ক
সীমান্ত সমস্যার কারণে প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। আইসিসি ও এশিয়া কাপ ছাড়া ক্রিকেট মাঠে দুই দেশের দেখা সাক্ষাৎ বন্ধ।
ভারত-পাকিস্তানের মধ্যকার সিরিজ বন্ধের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারত সরকারকেই দায়ী করছেন। সম্প্রতি পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান বলেছেন, ভারতের বর্তমান সরকার যতদিন আছে, ততদিনে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা খুব কম।
শুধু ভারত সরকারই নয়, ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরের মতো কিছু খেলোয়াড় রয়েছেন যারা পাকিস্তানিদের আড় চোখে দেখেন। ক্রিকেট ক্যারিয়ারে ভারত-পাকিস্তান ম্যাচে একাধিকবার গোলমাল করেছেন গৌতম গম্ভীর। ক্রিকেট থেকে অবসরেও রাজনীতিতে অংশ নেয়া গম্ভীর বিভিন্ন ইস্যুতে পাকিস্তানকে খোচা দিয়ে কথা বলেন। যে কারণে তার সঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির প্রায়ই টুইটারে কথার যুদ্ধ চলে।
সম্প্রতি টুইটারে গম্ভীরকে এক ভক্ত প্রশ্ন করেন, তিনি কেন পাকিস্তান বিরোধী?
জবাবে গৌতম গম্ভীর টুইটারে লেখেন,আমি পাকিস্তান বিরোধী নই। আমার মনে হয় না কোনো ভারতীয় আসলে পাকিস্তান বিরোধী। তবে যখন আমাদের সেনাদের জীবন এবং অন্য কিছুর মধ্যে একটাকে বেছে নিতে হয়, তখন আমরা প্রত্যেকেই একই মনোভাব পোষণ করি।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি