আফগানিস্তান: তালেবান যেভাবে তাদের নিয়ন্ত্রণে নেয়া জেলাগুলো শাসন করছে

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

আফগানিস্তান: তালেবান যেভাবে তাদের নিয়ন্ত্রণে নেয়া জেলাগুলো শাসন করছে

 

ছবির ক্যাপশান,

অনলাইন ডেস্ক ::
বালখ্ সহ আফগানিস্তানের বিভিন্ন জায়গায় তালেবান বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে। আফগানিস্তানের একটি বড় শহর মাজার-ই-শরীফ থেকে মাত্র ৩০ মিনিট দূরে এক ঘাঁটিতে দেখা হলো তালেবানের যোদ্ধাদের সাথে।

তারা যেসব ‘মালে গনিমত’ (যুদ্ধে অর্জিত সম্পদ) দেখাচ্ছিল তার মধ্যে রয়েছে একটি হামভি সামরিক জিপ, দুটি পিক-আপ ভ্যান এবং একগাদা শক্তিশালী মেশিনগান। এদের নেতা আয়েনুদ্দিন দাঁড়িয়ে ছিলেন ভারি অস্ত্রে সজ্জিত একদল যোদ্ধার মাঝে। সাবেক মাদ্রাসা ছাত্র মি. আয়েনুদ্দিনের মুখ পাথরের মতো কঠোর।

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের সাথে সাথে তালেবান প্রায় প্রতিদিন নতুন নতুন এলাকা দখল করছে। আর এই দেশ দখলের লড়াইয়ে দুই পক্ষের মাঝখানে পড়েছে দেশের আতঙ্কিত জনগণ। এই যুদ্ধের কবলে পড়ে বাস্তুহারা হয়েছে হাজার হাজার আফগান। প্রাণ হারিয়েছে কিংবা গুরুতর আহত হয়েছে শত শত মানুষ।

আমি আয়েনুদ্দিনকে জিজ্ঞেস করেছিলাম, তিনি যে জনগণের হয়ে লড়ছেন বলে দাবি করছেন, তাদের ওপর চালানো সহিংসতাকে তিনি কীভাবে সমর্থন করেন?

“লড়াই চলছে, তাই লোক মরছে,” ঠাণ্ডা জবাব আয়েনুদ্দিনের। তিনি জানান, তারা চেষ্টা করছেন ”বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি” না করতে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল