আফতাব-মেহরাবের ব্যাটিং তাণ্ডব

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১

স্পোর্টস ডেস্ক :
করোনা টেস্টে পজিটিভ হওয়ায় দলের সঙ্গে ভারত সফরে যেতে পারেননি জাতীয় দলের সাবেক তারকা ওপেনার আফতাব আহমেদ। ফিট হয়ে ভারত সফরে গিয়েই মেহেরাব হোসেন অপির সঙ্গে ব্যাটিং তাণ্ডব শুরু করেছেন আফতাব।

শুক্রবার ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ১২তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালায় বাংলাদেশ।

মেহরাব হোসেন অপির সঙ্গে উদ্বোধনীতে জুটিতে ৮ ওভারে ৬৪ রান করে ফেরেন নাজিমউদ্দিন। ২৪ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৩ রান করে ফেরেন নাজিমউদ্দিন।

এরপর অপির সঙ্গে দলের হাল ধরেন আফতাব আহমেদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ লিজেন্ডস দলের সংগ্রহ ১৪ ওভারের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১২০ রান। ৪২ ও ৩১ রানে ব্যাট করছেন মেহরাব ও আফতাব।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল