আবহসংগীতসহ দু’দিনের মধ্যে আবারো সেন্সরে ‘বিশ্বসুন্দরী’

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

আবহসংগীতসহ দু’দিনের মধ্যে আবারো সেন্সরে ‘বিশ্বসুন্দরী’

বিনোদন ডেস্কঃঃ  অসংখ্য জনপ্রিয় নাটক নির্মাণ করে হাত পাকিয়েছেন চয়নিকা চৌধুরী। তার পরিচালনায় বেশিরভাগ নাটকই দর্শকরা পছন্দ করেছেন। এবারই প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। নাম ‘বিশ্বসুন্দরী’। ছবিটি সম্প্রতি সেন্সরে জমা হলেও আবহসংগীত ও দুটি দৃশ্যের ডাবিং যুক্ত ছিল না। তাই দু’দিনের মধ্যে আবারো সেন্সরে ছবিটি জমা দিবেন বলে জানালেন তিনি। চয়নিকা চৌধুরী বলেন, ইচ্ছেকৃত কোনো ভুল এটি না। মূলত ছবিটি জমা দেওয়ার আগে আবহসংগীত হাতে না পাওয়ায় তা চলচ্চিত্রে যুক্ত করতে পারিনি।

মূলত ইমন সাহা আবহ সংগীতের কাজটি করেন। আমেরিকায় ম্যাক লাপটপে মিউজিকটা করেছিলেন ইমন। দেশে এসে ম্যাকটা খুলতে পারছে না; মিউজিকটা বের করতে ঝামেলা হয়। তাই যান্ত্রিক জটিলতার কারণে এমন সমস্যার সৃষ্টি হয়। এরইমধ্যে ডাবিং এর কাজও সম্পন্ন হয়েছে। দু’দিনের মধ্যে সব সম্পন্ন করে ছবিটি সেন্সরে জমা দিবো। চয়নিকা চৌধুরী আরো বলেন, সেন্সর বোর্ড থেকে যে চিঠি আমাকে দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে, আবহসংগীত ও ডাবিংয়ের সমস্যা ছাড়া তার চলচ্চিত্রের কোনো দৃশ্য কাটছে না সেন্সর  বোর্ড। তাই আগামী দু’দিনের মধ্যে সেন্সরে রিভাইজ কপি জমা দিব আমি। আমার পরিচালিত প্রথম সিনেমা এটি। তাই ভুল-ত্রুটি থাকবেই। আমি আশা করব, দর্শকরা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন এবং ভালো লাগলে সকলকে এ ছবিটি দেখার জন্য উৎসাহিত করবেন। সেন্সর ছাড়পত্রের পর মুক্তির তারিখ জানানো হবে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন পরীমনি, সিয়াম আহমেদ, আলমগীর. চম্পাসহ আরও অনেকে।