আবারও কাজলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন সাইফ

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

আবারও কাজলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন সাইফ

বিনোদন ডেস্ক:: বছর ১৩ আগে একই কাজ করেছিলেন ছোট নবাব। এবার ২০১৯ সালের শেষে এসে পুরনো ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন সাইফ আলি খান।

কাজলের বিশ্বাসই ভেঙে দিলেন তিনি! তাতে কাজল গেলেন রেগে।ইনস্টাগ্রামে স্বামী অজয়ের সঙ্গে সাইফের একটি পুরনো সেলফি শেয়ার করে লিখলেন– ওমকারা ছবির সময়েও আমার সঙ্গে বেঈমানি করেছিলে তুমি। আর এখন প্রোমোশনেও…।

তবে এখন প্রশ্ন হলো– কীভাবে কাজলের সঙ্গে বেঈমানি করলেন সাইফ?

নতুন বছরের ১০ জানুয়ারি মুক্তি পাবে হাইপড ছবি ‘তানাজি দ্য ওয়ারিয়র’। ওই ছবিতে ঐতিহাসিক চরিত্র তানাজির চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন।

ছবিতে তানাজির স্ত্রী সাবিত্রীবাঈ মালুসরের ভূমিকায় দেখা যাবে কাজলকে। কাজল-অজয় ছাড়াও ওই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাইফ।

সামনেই ছবি মুক্তি, তাই প্রোমোশন, মিউজিক লঞ্চ নিয়ে স্বামী-স্ত্রী (অজয়-কাজল) ব্যস্ত। দম ফেলার সময় নেই।কিন্তু সাইফের পাত্তা নেই! বউ-ছেলে নিয়ে তিনি এখন ব্যস্ত। গেছেন সুইজারল্যান্ডে।

তৈমুর-কারিনা ছাড়াও সঙ্গে গেছেন কারিশমা কাপুর। নতুন বছরটা ওখানেই কাটবে তাদের। সেই মতোই প্ল্যানিংও করেছে নবাব পরিবার। আর সে জন্যই খানিকটা মজার ছলেই সহঅভিনেতাকে বকে দিয়েছেন কাজল।