‘আবারও ভারতকে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া’

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

‘আবারও ভারতকে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া’

স্পোর্টস ডেস্ক

অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের লজ্জার রেকর্ড গড়া বিরাট কোহলির ভারত মেলবোর্ন টেস্টে মানসিকভাবে বিপর্যস্ত থাকবে। এমনটি মনে করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। মেলবোর্নে তাই অস্ট্রেলিয়াকে অনেকটা এগিয়ে রাখছেন তিনি।

বৃহস্পতিবার ফক্স ক্রিকেটকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছেন, আমার মনে হয় বক্সিং ডে টেস্টেও সফরকারী ভারতকে উড়িয়ে দেবে স্বাগতিক অস্ট্রেলিয়া।

শেন ওয়ার্ন আরও বলেছেন, আমার মনে হয়, অস্ট্রেলিয়ানরা যেভাবে বোলিং করেছে তাতে কৃতিত্বটা তাদেরই দেয়া উচিত। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ ছিল অসাধারণ। চারজন বোলারের সঙ্গে অলরাউন্ডার গ্রিন। দীর্ঘদিন ধরে তারা দারুণ বোলিং করে আসছে। নিজেদের গ্রেট বোলারে পরিণত করেছে তারা। অ্যাডিলেডে তাদের বোলিং দেখাটা ছিল দারুণ ব্যাপার।

সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতকে তাদের ইতিহাসে সবচেয়ে কম ৩৬ রানে অলআউট করে অস্ট্রেলিয়া আট উইকেটের সহজ জয় পায়।

শনিবার শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস তুঙ্গে। ভারতের তলানিতে। তার ওপর অধিনায়ক বিরাট কোহলি, অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে পাচ্ছে না তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল