আবার ও নতুন রুপে চ্যানেল এস এ গান গাইলেন শিল্পী রহিমা রুহী

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

আবার ও নতুন রুপে চ্যানেল এস এ গান গাইলেন শিল্পী রহিমা রুহী

আমির হোসেন সাগরঃ সিলেটে জনপ্রিয় কণ্ঠশিল্পী রহিমা আক্তার রুহী আবারও  চ্যানেল এস এর নতুন রুপে মাধুলি দিয়ে মধু ময়ী কণ্ঠে মিটি মিটি মিষ্টি হাসিতে রাঙিয়ে  চ্যানেল এস এর প্রবাসী গান প্রেমী দর্শদের জন্য ৪ টি গান গাইলেন রহিমা রুহী।২৫ নভেম্বর মৌলভিবাজারে চ্যানেল এস এর বাংলাদেশের প্রধান শাখায় ষ্টুডিওতে গান রের্কডিং এর কাজ শেষ করেন।তার সাথে মিউজিক বাজিয়েছেন সিলেটের জনপ্রিয় এক ঝাক মিউজিক শিয়ানরা, লিড গিটার বাজিয়েছেন ওয়াদুদ,প্যাডে শান্ত,ঢোলে ইমন,কি বোর্ডে হাসনাত,মন্দিরা বাবুল।