আবার জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেব

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

আবার জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেব

বিনোদন  ডেস্কঃঃ  জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেব যে অভিনয়েও অনবদ্য তার প্রমাণ তিনি এ যাবৎ বেশ ক’বারই রেখেছেন কয়েকটি নাটক-টেলিফিল্মে  চমৎকার অভিনয় করে। আবার নাটকে অভিনয় করতে যাচ্ছেন এ সংগীত তারকা। আজ থেকে ‘আরশিনগর’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করবেন তিনি। এতে তাকে দেখা যাবে একজন সেলিব্রেটির চরিত্রে। ধারাবাহিক নাটকে অভিনয় করা প্রসঙ্গে শুভ্রদেব বলেন, গানের পাশাপাশি কয়েকটি নাটক-টেলিছবিতে আমি অভিনয় করেছি। আর আমার অভিনয়ে শুরুটা হয়েছে ধারাবাহিক নাটক দিয়ে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে আর ধারাবাহিকে অভিনয় করা হয়নি। ‘আরশিনগর’ নাটকের চরিত্রটি আমার সঙ্গে মিল থাকায় কাজ করতে সম্মতি দিয়েছি।

তারকানির্ভর এ ধারাবাহিকটির গল্পেও বেশ নতুনত্ব থাকছে। বলতে পারি, আমার নিজের চরিত্র ও ধারাবাহিকের গল্প দুটোই মনের মতো হওয়ায় এতে কাজ করছি। মানস পালের রচনায় এটি নির্মাণ করছেন মজিবুল হক খোকন। এ ধারাবাহিকে আরো অভিনয় করছেন ড.এনামুল হক, আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, মৌসুমী হামিদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, মনিরা আক্তার মিঠু, নাদিয়া মীম, ফারজানা ছবি ও জামিল হোসেন। প্রসঙ্গত, ১৯৮৯ সালে ‘শুকতারা’ শিরোনামের একটি নাটকের মধ্যদিয়ে অভিনয়ে অভিষেক হয় শুভ্রদেবের। সর্বশেষ তাকে দেখা গেছে আরিফ খানের ‘শ্রাবণ এসেছিলো গান হয়ে’ নামের একটি টেলিছবিতে। এটি ২০১৬ সালে এনটিভিতে প্রচার হয়েছিল। গান ও অভিনয়ের পাশাপাশি শুভ্রদেব প্রযোজনার খাতায়ও নাম লেখান। ‘স্ত্রীর পত্র’ শিরোনামের একটি টেলিছবি প্রযোজনা করেন তিনি। এ ছাড়া দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক পণ্য পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন এ সংগীত তারকা। এর বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছিলেন তিনি। এদিকে এ সময়ে গান নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন শুভ্রদেব। আসছে নতুন বছরে শ্রোতাদের জন্য তার বেশ কিছু চমক থাকছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে বলেন, এখন সব কিছু ডিজিটাল হয়ে গেছে। গানের ক্ষেত্রেও শ্রোতাদের মধ্যে বেশ পরিবর্তন  এসেছে। এ সময়ের কথা ভেবেই নতুন কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। গেল বছর শুভ্রদেবের সর্বশেষ অ্যালবাম ‘ককটেল’ প্রকাশ হয়।  এর গানগুলো শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে।

কাজল/১৭/১২/২০১৯