সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
সৌদি আরবে অবস্থিত সব বাংলাদেশিকে খাদ্য ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দেওয়ার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার রাতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই অনুরোধ জানান। গত এক মাসের মধ্যে দুই মন্ত্রীর মধ্যে এটি তৃতীয় ফোনালাপ। বুধবার রাতে সৌদি পররাষ্ট্রমন্ত্রীই মোমেনকে ফোন করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, যতদিন বাংলাদেশিরা সেখানে থাকবেন, ততদিন তাদের দেখভাল করা হবে।
বাংলাদেশিদের ফেরত আসার ব্যবস্থাপনায় সৌদি আরব খুশি জানিয়ে মোমেন বলেন, সৌদি আরব থেকে লোক আসছে। ইতোমধ্যে আট হাজার চলে এসেছে। আরও আড়াই হাজার শিগগিরই ফিরে আসবে। আমরা ধাপে ধাপে অন্যদের নিয়ে আসবো।
সৌদি আরবে সম্প্রতি হুতিদের তিনটি হামলার বিষয়ে বাংলাদেশ সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, উনি বললেন যে এই বিষয়ে তিনি আমাদের সাহায্য চাইবেন। আগেও বলেছেন। আমি বলেছি অবশ্যই আমরা আপনাদের জন্য ক্যাম্পেইন করবো। যখনই প্রয়োজন হবে আমাদের বললে আমরা সাহায্য করবো।
বাংলাদেশ শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসা সমর্থন করে জানিয়ে মোমেন বলেন, আমরা বিশ্বাস করি সব ধরনের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি