আব্দুল ওদুদের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা ও অভিনন্দন

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুন ১, ২০২০

আব্দুল ওদুদের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা ও অভিনন্দন
এম এ মোক্তাদির ওয়েল ফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, স্টারলাইট একাডেমির ভাইস প্রেসিডেন্ট আব্দুল ওদুদ ২০২০ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আর যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের ধৈর্য ধরে মনোযোগসহকারে পুনরায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
রবিবার (৩১মে) এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল উপলক্ষে স্টারলাইট একাডেমিকে দেওয়া এক টেলিফোন বার্তায় এসব কথা বলেন তিনি।
স্টারলাইট একাডেমির ভাইস প্রেসিডেন্ট আব্দুল ওদুদ সাহেব বলেন, ‘এসএসসি, দাখিল ও সমমানের ফল প্রকাশিত হচ্ছে। এ উপলক্ষে আমি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারো নি, আমি তোমাদের ধৈর্য ধরে, মনোযোগসহকারে আবারও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে আগামীতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারো।কিন্তু আমাদের প্রতিষ্ঠান স্টারলাইট একাডেমিতে উত্তীর্ণ না হওয়া কোনো শিক্ষার্থী নেই এজন্য আমি গর্ববোধ করি।। মানুষের অসাধ্য কিছুই নেই। একাগ্রতা, অধ্যবসায় এবং পরিশ্রম যেকোনও অসাধ্যকে সাধন করতে সহায়তা করতে পারে।আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়া দেশের আরও শিক্ষার্থী যারা যে কোনও কারণেই হোক উত্তীর্ণ হতে পারোনি, তোমাদের হতাশ কিছু নেই। এখন থেকে চেষ্টা করলে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা এ বাধা অতিক্রম করে ভালো ফল অর্জন করতে পারবে।
যেসব শিক্ষার্থী ভালো ফল করেছো, তোমাদের এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফল করতে হবে। মনে রাখবে তোমরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। তোমাদেরই এদেশের জনগণ এবং বিশ্ববাসীর সেবায় নিয়োজিত হতে হবে। এজন্য জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি আয়ত্তের পাশাপাশি দেশপ্রেমিক এবং মানবিকতায় পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে হবে।এই আশা ও প্রত্যাশা ব্যাক্ত করি।।মহান আল্লাহ আমাদের সবার সহায় হোন।

ফেসবুকে সিলেটের দিনকাল