১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৭
আগামী বছরের ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ব্রাজিল। গেল রাতে নির্ধারণ হলো সেই দিনক্ষণ। গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ছাড়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রতিপক্ষ নিয়ে রীতিমত হুঙ্কার ছেড়েছেন নেইমার।
ফিফা ডটকমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ব্রাজিল সেনসেশন বলেন, ‘যে কারো বিপক্ষে লড়তে প্রস্তুত ব্রাজিল। আমরা কাউকে ভয় পাই না। এটা আমাদের রীতি। ব্রাজিল অবশ্যই প্রতিপক্ষের বাধা টপকে যাবে।’
‘বিশ্বকাপ বলে কথা, এখানো সেরা দলগুলোই টিকিট কেটেছে। সবাই ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামবে। লড়াই করার মতো সামর্থ্য সব দলেরই আছে। আপনি ঢালাওভাবে একটা দলকে অন্যটির চেয়ে খাটো করে দেখতে পারবেন না। হয়তো কোনো দিক থেকে তারা দুর্বল। প্রতিযোগিতাটা যখন বিশ্বমঞ্চে, তখন প্রস্তুতিটা অবশ্যই তাদের আছে।’ মন্তব্য নেইমারের।
এদিকে গ্রুপ নিয়ে ব্রাজিল কোচ তিতেরও খুব একটা ভাবনা নেই। তবে দল গোছানোর দিকেই দৃষ্টি দিয়েছেন নেইমারদের গুরু। গ্রুপ পর্বে হট ফেভারিট ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া। তিতে বলেছেন, ‘গ্রুপ বিন্যাসের চেয়ে নিজেদের গোছানোটা জরুরি। সবসময় দল গোছানোর ব্যাপারটিই আমার মনে রয়েছে। দলের উন্নতির জন্য আমি সবকিছু করবো।’
প্রসঙ্গত, ১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়ায় বসছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। ২০০৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো ইউরোপের মাটিতে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহাযজ্ঞ। রাশিয়ার ১১ শহরের ১২টি স্টেডিয়ামে গড়াবে মেসি-নেইমার-রোনালদোদের ফুটবলযুদ্ধ। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপা ফয়সালার মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ উত্তেজনা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D