সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
খেলাধুুলা : গতবার অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল টিম ইন্ডিয়া। বল বিকৃতিকাণ্ডে নির্বাসিত থাকায় খেলতে পারেননি স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো তারকারা। সেই সুযোগ কাজে লাগিয়েছিল কোহলি বাহিনী।ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় দলের পক্ষে একটা কাজটা এবার সহজ হবে না। কারণ, স্মিথ-ওয়ার্নার শুধু ফিরেই আসেননি, পুরানো ছন্দেও তাদের দেখা যাচ্ছে। তাদের প্রত্যাবর্তনকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ ভারতীয় টেস্ট দলের অন্যতম বড় ভরসা চেতেশ্বর পূজারা।তিনি বলেন, ‘স্মিথ, ওয়ার্নার, লাবুশানে বড় ক্রিকেটার। ওদের উপস্থিতি অস্ট্রেলিয়ার ব্যাটিংকে অক্সিজেন জোগাবে। সেটা ধরে নিয়েই আমাদের রণকৌশল সাজাতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতা সহজ ব্যাপার নয়। অনেক পরিশ্রম করতে হয়। গতবারও করেছিলাম। তার সুফল মিলেছিল হাতেনাতে। এই মুহূর্তে আমাদের পেস বোলিং খুবই শক্তিশালী। তা নিয়ে বিশ্বের যে কোনও ব্যাটিং লাইন-আপের মোকাবিলা করা সম্ভব। গতবারও যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামিরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল। এবারও ওদের উপর আস্থা অটুট।’অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলে প্রথমবার টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। এই প্রসঙ্গে পূজারা জানান, ‘আমরা একবারই গোলাপি বলে টেস্ট খেলেছি দেশের মাটিতে। কোকাবুরা বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার দিন-রাতের টেস্ট খেলব। অবশ্যই তা বাড়তি চ্যালেঞ্জ হবে আমাদের কাছে। কিন্তু সেটা কাটিয়ে ওঠার মতো শক্তি রয়েছে আমাদের দলের।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি