*আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম আর নেই *

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫

*আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম আর নেই *

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

*আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের
মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম আর নেই *

দৈনিক আমার দেশ সম্পাদক, মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

মৃত্যকালে তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, বউমা ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুনগ্রাহী, ছাত্র ছাত্রী, আত্বীয়স্বজন রেখে গেছেন। অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন ।

মরহুমার জানাযা আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হবে।

সিলেট ব্যুরোর শোক:
আমার দেশ- এর আমাদেের প্রিয় সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা মহীয়সী নারী অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যু সিলেট ব্যুরোর পক্ষ থেকে ব্যুরো প্রধান খালেদ আহমদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। পবিত্র আশুরার এই দিনে মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে স্হান করে দেন। আমিন।ছুম্মা আমিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল