১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১
স্পোর্টস ডেস্ক ::
ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করে কোনো ভুল করেননি বলে দাবি করেছেন বিমানবালা তামিমা সুলতানা তাম্মি। বুধবার বনানীর একটি হোটেলে নাসিরের সঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
আগের স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ অভিযোগ এনে মামলাও করেন আগের স্বামী রাকিব হাসান। এরপরেই সাংবাদিক সম্মেলন করেন নাসির-তামিমা।
রাকিবকে তালাক না দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এটা একটা ক্লিয়ার জিনিস। নয় মাস আগে আমার ছবি নাসির ইন্সট্রাগ্রাম পেজে দেয়। পেজে দেওয়ার পরে এটা যথারীতি আলোচনা ফেলছিল। যখন ওকে (নাসির) প্রশ্ন করা হয়, এই সেই মেয়ে যাকে আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করলে ঘটা করেই করব। সবাইকে জানিয়ে করব।
তামিমা বলেন, তিন মাস আগে আরেকটা গণমাধ্যমকে জানিয়েছে, ওই ছবির মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি। তারপর আমরা ধুমধাম কাবিন করেছি। ধুমধাম গায়ে হলুদ করেছি। রিসিপশনের আগে সে হঠাৎ করে কিভাবে জানতে পারে। এটা হঠাৎ করে হয়নি। এক বছর যাবৎ নাসির সবাইকে বলে আসছে এই মেয়েকে আমি বিয়ে করছি। আমরা ওপেনলি এটা সবাইকে বলেছি।
নিজে চাকরি করেন উল্লেখ কলে তিনি বলেন, আমি একটা জায়গায় জব করি সেহতেু আমি মিডিয়ার সামনে আসতে চাচ্ছিলাম না। নাসিরও আমাকে আনতে চাচ্ছিল না। হঠাৎ করে এটা হয়নি। উনি যেটা করছে এটা পাবলিক প্লাটফর্ম পাওয়ার জন্য। রিসিপশনের মাঝে ঝামেলা করলে আমাদের দুইটা উপায় থাকবে। হয় আমরা রিসিপশন বন্ধ করে দেব, ওইটা একটা নিউজ হয়ে যাবে। আর যদি ক্যানসেল নাও হয়ে থাকে আমরা একটা হেনস্তার শিকার হব। উনি দুইটা জিনিসই করার চেষ্টা করছে। উই আর ক্রিস্টাল ক্লিয়ার। উই আর নট গিলট। সো উই আর ইনোসেন্ট। তো সেক্ষেত্রে আমার কোনো ভয় কাজ করেনি। আমি এটা ভুল করেছি ফেঁসে যাব। আমি কোনো ভুল করিনি।
উনি বলেছেন আমার বাসায় আইনজীবী আসছে পুলিশ পাঠানো হয়েছে, এগুলো পুরোপুরি মিথ্যা কথা।
তামিমার এসব দাবির পর একটি বেসরকারি টেলিভিশনের লাইভে আসেন রাকিব হাসান। তামিমার বেশ কিছু অভিযোগ অস্বীকার করেন সাবেক স্বামী রাকিব হাসান।
সেখানে তাকে প্রশ্ন করা হয় তামিমাকে আর ফেরত চান কিনা? এমন প্রশ্নের উত্তরে রাকিব হাসান জানিয়েছেন তিনি তামিমাকে আর চান না। তার উদ্দেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কিন্তু এই মিথ্যা কথাগুলো ধরা আমার লক্ষ্য।
এতে তার কী লাভ জানতে চাইলে রাকিব বলেন, মুখোশ খুলে লাভ আমার একার না, সমগ্র পুরুষ জাতির লাভ। যেসব বউরা এমন করতে চায়, যাদের চরিত্র ভালো না তারা সাবধান হবে। আর যারা অন্যদের বউকে নিয়ে যেতে চায় তারাও সাবধান হবে।
সন্তানকে জোর করে রেখে দেয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন তিনি। সন্তানকে নিয়ে শাশুড়ির জিডি প্রসঙ্গে বলেন, তিনি (শাশুড়ি) চান না আমার মেয়ে আমার কাছে থাক। কারণ তিনি আমাকে পছন্দ করেন না।
এবারের ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নাসির। পরিকল্পনামাফিক জমকালো উদযাপনে সেদিন বিয়েটাও করে ফেলেন। বিয়ের সপ্তাহ না গড়াতেই রাকিব হাসান নামে এক যুবক নাসিরের স্ত্রীর নামে জিডি করেন। রাকিবের অভিযোগ– নাসির তার স্ত্রীকে বিয়ে করেছে। নাসিরকে বিয়ের আগে তামিমা রাকিবকে ডিভোর্স দেননি। ওই সংসারে তাদের আট বছরের কন্যাসন্তান রয়েছে। পরে অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগ এনে আদালতে মামলা করেন রাকিব হাসান।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D