২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১
অনলাইন ডেস্ক
করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। দৈনিক সংক্রমণ প্রতিদিনই দেশটিতে রেকর্ড গড়ছে।
যুক্তরাষ্ট্রে গত মাসে প্রায় প্রতিদিনই দুই লাখের কাছাকাছি মানুষ সংক্রমিত হয়েছেন। শনিবার একদিনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৭ হাজার, রোববার আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার মানুষ। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটি ১১ লাখ ১৩ হাজার।
বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময়ে বলেছিলেন, এক লাখের মধ্যেই মৃত্যু-মিছিল থামবে। তার সেই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। প্রতিবাদে এ দেশের একটি প্রথম সারির দৈনিক মৃত ১ লাখ মানুষের নাম প্রকাশ করে জানায়, এটি শুধুই সংখ্যা নয়, অনেকগুলো প্রাণ।
এর পরের কয়েকটা মাসে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় আরও বাড়িয়েছে সংক্রমণ।
বড়দিন নিয়েও একই আশঙ্কা প্রকাশ করে রেখেছেন আমেরিকার শীর্ষস্থানীয় সংক্রমণব্যাধী বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। সবচেয়ে খারাপ অবস্থা নর্থ ক্যারোলাইনা, অ্যারিজ়োনার অবস্থা। প্রদেশ দুটিতে মর্গ-মালিকরা বলছেন, মৃতদেহ রাখার মতো জায়গা পাচ্ছেন না তারা।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D