২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৮
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, আমেরিকায় বসবাসরত সিরাজুল ইসলাম খান বাত এবং আত্রাইটিকসহ বিভিন্ন জটিলতায় ভোগছেন বলে তার ছোটভাই শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুলতান আহমদ খান জানিয়েছেন। সিরাজুল ইসলাম খান মিশিগান শহরের একটি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক আমেরিকায় চিকিৎসাধিন সিরাজুল ইসলাম খানের সুস্থতা কামনায় তাঁর প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ বুধবার বাদ জোহর খতমে কোরআন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসা মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়ার প্রধান মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ।
দোয়া মাহফিলে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির সদস্য এনায়েতুর রহমান রাজু, প্রবীণ রাজনীতিক আলহাজ্ব এমএ মালেক, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. শিরমান উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সমছু মিয়া, সমাজকর্মি আছলম খাঁন, মানিক মিয়া, মেরাজুল ইসলাম চৌধুরী, কয়েসুল আলম কয়েছ, হাফিজ আব্দুল হাদী, কয়েস মিয়া, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএম হেলাল, সাংবাদিক আব্দুল কাদির, সাংবাদিক ফারহান আহমদ চৌধুরী, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের শিক্ষক আফছর উদ্দিন, হাসান আহমদ, মামুদ মোস্তাদি, রুহুল আমিন, মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন, দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুনেদ আহমদ, ক্রীড়া সংগঠক নাজমুল মুত্তাকিন, এনামুল হক মখদ্দছ, আব্দুল জলিল মখন, রাজিব আহমদ, কামাল আহমদ মহরীর এবং শিক্ষক সিরাজুল ইসলাম খানের ছোটভাই, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুলতান আহমদ খান প্রমুখ শরিক হন।
সিরাজুল ইসলাম খান দীর্ঘ প্রায় ৩যুগ দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজে শিক্ষকতা করেন। তিনি ২০১৪ সালে অবসর গ্রহণ করেন। প্রায় ৬৮বছর বয়স্ক এ প্রবীণ শিক্ষক বর্তমানে স্থায়ীভাবে আমেরিকা বসবাস করছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D