২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
স্পোর্টস ডেস্কঃঃ
ক্রিজে নেমেই তেড়েফুড়ে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই যাত্রায় সফলও হচ্ছিলেন তিনি। লিটন দাসকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু বিধিবাম! আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে এলবিডব্লিউ হয়ে ফিরলেন শান্ত। তিনোতেন্দা মুতম্বোদজির বলে ফেরার আগে ২৯ রান করেন তিনি।
বল ট্র্যাকিংয়ে দেখা যায়, ইম্প্যাক্ট ছিল স্টাম্পের বাইরে। বলটি কোনোভাবেই স্টাম্পে লাগছিল না। রিভিউ ছিল না বলে এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেননি শান্ত। কারণ, আগেই তা নষ্ট করেন তামিম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে ২ উইকেটে ১৪৯ রান করেছে বাংলাদেশ। সেঞ্চুরির পথে আছেন লিটন দাস। তিনি ৮৬ রান নিয়ে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।
এ ম্যাচ দিয়ে দীর্ঘ ৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন মাশরাফি বিন মুর্তজা। প্রত্যাবর্তনেই টসভাগ্যে জেতেন তিনি। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাতে জিতে আগে ব্যাটিং নেন টাইগার অধিনায়ক।
তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। উড়ন্ত সূচনা এনে দেন তারা। ওপেনিংয়ে ৬০ রান তোলেন এ জুটি। ব্যক্তিগত ২৪ রানে উইসলি মাধেভেরের এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম। অবশ্য ব্যাটিংয়ে তেমন সাবলীল ছিলেন না তিনি।
তবে শুরু থেকেই স্বচ্ছন্দে ছিলেন লিটন দাস। ছন্দময় ব্যাট করেন তিনি। ব্যাটে ছোটান স্ট্রোকের ফুলঝুরি। পথিমধ্যে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নেন ডানহাতি ব্যাটসম্যান।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D