২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
খেলা ডেস্ক ::
আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলার কোয়ারেন্টিনে আছেন। খোদ ক্লাবটি তা নিশ্চিত করেছে। গ্রিসের ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলোস মারিনাকিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটি নিশ্চিত হওয়ার পরই দ্য গানার ফুটবলারদের আলাদা করা হয়েছে।
এ কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। দুই সপ্তাহ আগে অলিম্পিয়াকোসের বিপক্ষে একটি খেলায় মারিনাকিসের সংস্পর্শে আসেন আর্সেনালের ফুটবলাররা।
মারিনাকিস নটিংহ্যাম ফরেস্টেরও মালিক। মঙ্গলবার পরীক্ষায় তার কোভিড-১৯ ধরা পড়ে। এক বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, ক্লাবটির কিছু খেলোয়াড় কোয়ারেন্টিনে আছেন। তবে তাদের নাম বা পরিচয় এখন দেয়া হবে না। খেলা শেষ হওয়া মাত্রই অলিম্পিয়াকোসের মালিকের সঙ্গে দেখা করেন তারা।
গানার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত যে পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন, তাতে করে আর্সেনালের ফুটবলারদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা সরকারি নীতিমালা খুব গুরুত্বের সঙ্গে মেনে চলছি। যেখানে বলা হয়েছে, করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সঙ্গে কোনো সংস্পর্শে এলে নিজেকে ১৪ দিন আলাদা করে রাখতে হবে।
খেলোয়াড় ছাড়া আর্সেনালের চার স্টাফ মারিনাকিসের কাছে বসেছিলেন। তাদেরও ১৪ দিন ঘরে রাখা হচ্ছে। এ সময় শেষ হবে শুক্রবার। ব্রাইটনের সঙ্গে ১৪ মার্চ তারা মাঠে নামতে পারবেন বলে জানিয়েছে ক্লাবটি।
ক্রীড়াঙ্গনে করোনাভাইরাসের প্রভাব
ফ্রান্সের সংবাদমাধ্যম এল ইকুইপ বলছে, কিলিয়ান এমবাপ্পেকে করোনাভাইরাসের জন্য পরীক্ষা করা হচ্ছে। স্প্যানিশ ফুটবল লিগের সব খেলা আগামী দুই সপ্তাহের জন্য দর্শক ছাড়া হবে বলে মঙ্গলবার জানা গেছে।
২০২০ সালের ইউরোর প্লে অফের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির সরকার আগেই ঘোষণা দিয়েছিল, শীর্ষ ফুটবল প্রতিযোগিতাসহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে ফাঁকা মাঠে।
এদিকে করোনা সংক্রমণ যাতে না হয়, সেই ব্যবস্থা নিতে বাংলাদেশে হতে যাওয়া শুটিং ও আরচারির বেশ কয়েকটি আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে। আরচারির সলিডারিটি গেমস আয়োজন অন্তত বছরের শেষ পর্যন্ত পেছানো হয়েছে বলে জানিয়েছেন আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দিন চৌধুরী চপল।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এএফসির নির্দেশনা মেনে বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ এরই মধ্যে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার আজ রাতের ম্যাচে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D