১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মে ২৭, ২০২১
স্পোর্টস ডেস্ক ::
আর মাত্র ১টি উইকেট নিলেই দুটি অনন্য রেকর্ডের মালিক হবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
যার একটি হলো ওয়ানডে ক্রিকেটে বাাংলাদশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী হবেন তিনি।
দ্বিতীয়টি হচ্ছে – এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হবেন তিনি। অর্থাৎ পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে ছাপিয়ে যাবেন তিনি।
শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই এই দুই রেকর্ডের দোরগোড়ায় পৌঁছে গেছেন সাকিব। বুধবার শেরে বাংলায় ৯ ওভারে ৩৮ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি।
এ ম্যাচে নামার আগে ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ছিল ২৬৭টি।
লঙ্কান অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললে তার উইকেট সংখ্যা হয় ২৬৯। ছুঁয়ে ফেলেন স্বদেশি সতীর্থ ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
ভেন্যুর দিক থেকে ছুঁয়ে ফেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন এই পাক কিংবদন্তি। আর বুধবারের ২ উইকেট শিকারের পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৮৪ ম্যাচে ১২২ উইকেট শিকার করলেন সাকিব।
অর্থাৎ আগামী ২৮ মে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে ১ উইকেট নিতে পারলেই দুই দেশের সাবেক অধিনায়ককে টপকে যাবেন সাকিব।
অর্থাৎ মাশরাফি ও ওয়াসিম আকরামকে ছাপিয়ে নতুন দুটি রেকর্ডের মালিক হবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D