আলাভেসের কাছে রিয়ালের লজ্জার হার

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

আলাভেসের কাছে রিয়ালের লজ্জার হার

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে অনেকটাই ছন্নছাড়া দলে পরিণত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

এখন পর্যন্ত হয়ে যাওয়া খেলায় পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে জিনেদিনে জিদানের দল।

১০ ম্যাচে তিনবার হারের পর এবার পয়েন্ট টেবিলের ৯ নম্বর দল আলাভেসের কাছেও হারল রিয়াল।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার রাতে ১-২ গোলে হেরেছেন স্প্যানিশ জায়ান্টরা।

এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই পেনাল্টি পায় আলাভেস। ভিক্টর লাগুয়ারদিয়ার হেডে বল ডি-বক্সে ডিফেন্ডার নাচো ফের্নান্দেসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সফল স্পট কিকে গোল করে আলাভেসকে এগিয়ে দেন লুকাস পেরেস। ম্যাচের ৫ মিনিটেই পিছিয়ে গিয়ে ছন্দহীন হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ।

প্রথমার্ধের বাকি সময়ে সমতায় ফিরতে পারেনি তারা। ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধের বদলে উল্টো বোকামো করে বসে রিয়াল। ৪৯তম মিনিটে রিয়াল গোলরক্ষক কোর্তোয়ার ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আলাভেসের হোসেলু।

কোর্তোয়া দুই সেন্ট্রাল ডিফেন্ডারকে পাস না দিয়ে বল বাড়ান মাঝ বরাবর কাসেমিরোর উদ্দেশে। মাঝপথে বল ধরে বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিচু শটে গোলটি করেন হোসেলু।

ফলে ২-০ তে এগিয়ে যায় আলাভেস।

এমন পরিস্থিতিতে গোল পেতে মরিয়া হয়ে ওঠে রিয়াল।

বিশেষ করে শেষ ১০ মিনিটে একের পর এক আক্রমণ করতে থাকেন জিদানের শিষ্যরা। ৮৩তম মিনিটে দিয়াসের প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান ফ্লোরিয়াঁ লুজেন।

৮৬তম মিনিটে গিয়ে সফল হয় রিয়াল। ভিনিসিউস জুনিয়রের শট গোলরক্ষক কোনোমতে ঠেকানোর পর গোলপোস্টের সামনে বল পেয়ে যান কাসেমিরো। মুহূর্তেই তা আলাভেসের জালে জড়িয়ে দেন। তবে বাকিটা সময়ে সমতায় ফিরতে পারেনি রিয়াল।

অবশেষে ২-১ গোলের ব্যবধানে লজ্জার হার মেনে নেয় রিয়াল মাদ্রিদ।

এই হারের পর ১০ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রিয়াল। আলাভেসের ১১ ম্যাচে ১৩ পয়েন্ট।

১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল সোসিয়েদাদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল