১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
আহসান জামান তোফায়েল :: সমাজে এই শ্রেণির লোকজনই সবচে বেশি, যারা ইসলামকে পরিপূর্ণ দীন ও জীবনব্যবস্থা মানতে নারাজ৷ তারা মনে করে ইসলাম অন্য আচারিক ধর্মগুলোর মতই একটি ধর্ম৷ এদের কাছে আপনি আকিদার এই পাঠ বোঝাতে হয়ত কোনো সুযোগ বা পরিবেশ পাবেন না৷ তবে হ্যাঁ একটা সুযোগ আছে৷ পারিবারিক, সামাজিক কিংবা রাজনৈতিক যে কোনো উপলক্ষে একটা পরিবেশ সৃষ্টি হয়৷ সেখানে রাজনৈতিক বা সামাজিক দায়বদ্ধতার কারণে সেকুলার শ্রেণির লোকজনও শামিল হয়৷ সেটি হচ্ছে বিভিন্ন দুআর আয়োজন৷ তারা দুআর কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন৷ এই দুআগুলো পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিব সাহেবান৷ তারা একটু কৌশলী হলে আকিদার মৌলিক পাঠটাই শুনিয়ে দিতে পারেন ইসলাম সম্পর্কে অজ্ঞ এই লোকজনকে৷ দুআর মধ্যে কালিমায়ে শাহাদাহ পাঠ করা৷ ইসলাম একমাত্র মনোনীত দীন ও জীবনব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা৷ আল্লাহ তাআলার শক্তি ও ক্ষমতার কাছে আত্মসমর্পণ করা৷ পরকালীন নাজাত লাভের জন্যে ইসলামই যে চূড়ান্ত ঠিকানা, সেই কথাগুলো দুআর মধ্যে বললে অন্তরে ধাক্কা লাগতে পারে৷ ফিতরাতে ইসলাম জেগে উঠতে পারে৷ দরদ ও ইখলাস নিয়ে বললে এই কথাগুলোই যে কারো হেদায়াতের যথেষ্ট হয়ে যেতে পারে৷
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D