১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬
‘আমাদের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেব শুধুই আশ্বাস দেন, কাজ করেন না। তার কাছে কোনো দাবি দাওয়া নিয়ে গেলে তিনি হাসিমুখে সাদরে গ্রহণ করেন। সেটা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তবয়ন করেন না।’
দেশীয় চ্যানেলে বিদেশি সিরিয়াল বন্ধসহ ৫ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। সেখানে বক্তৃতাকালে প্রবীণ চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন এমন মন্তব্য করেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের তথ্যমন্ত্রীকে দেখেছি। তিনি নিজে শিল্পীদের কাছে যান। খোঁজ খবর নেন। সুবিধা-অসুবিধা সমাধান নিয়ে মাথা ঘামান। এছাড়া কি কাজ করলে একজন শিল্পীর শিল্পসত্ত্বার বিকাশ ঘটবে সেটা নিয়ে তৎপর থাকেন। কিন্তু আমাদের মন্ত্রী এবং তার মন্ত্রণালয় সেই কাজ কোনোদিনই করেনা।’
তিনি আরো বলেন, ‘আমরা যখন তথ্যমন্ত্রীর কাছে যাই তখন আমাদের কত রকম স্বপ্ন দেখান তিনি। এটা হবে, সেটা করবো। কিন্তু পরে দেখা যায় তিনি কিছুই করেন না। এই যে চলচ্চিত্রের অসম বন্টন হচ্ছে, যৌথ প্রযোজনার নামে প্রতারণা হচ্ছে; এটাকে আমরা ঘৃণা করি। এটা নিয়েও মন্ত্রী আশানুরূপ কিছু করলেন না।’
শিল্পীদের পাঁচ দফা দাবি নিয়ে আমজাদ হোসেন বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। তারপরেও আমাকে এখানে ডাকা হয়েছে বলে এসেছি। আজকে আমাদের চলচ্চিত্রের মতো নাটকেও নাজুক অবস্থা। এর জন্য দায়ী আমাদের চ্যানেলগুলো। প্রতিটি চ্যানেলেই অত্যাধিক স্বজনপ্রীতি দেখা যায়।’
ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, ‘চ্যানেলগুলোর মালিকরা তাদের চৌদ্দ গোষ্ঠির আত্মীয় স্বজনদের বড় বড় পদে বহাল রেখেছে। যাদের মেধা নেই, ঠিকমত কথা বলতে পারে না তারাই সব। এরা শিল্পের কি বোঝে?’
যোগ করে আরো বলেন, ‘এই অরাজকতা বন্ধের জন্য এখনই সোচ্চার হতে হবে। এখন প্রকৃত সময়। আমি এই আন্দোলয়ের সঙ্গে আছি। সাফল্য কামনা করছি। জয় হবেই পাঁচ দফার।’
প্রসঙ্গত, এফটিপিও এর পাঁচটি দাবি হচ্ছে- দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বা অনুষ্ঠান বন্ধ, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে ক্লায়েন্ট বা এজেন্সির হস্তক্ষেপ ব্যতীত চ্যানেলের অনুষ্ঠানসংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রণ, দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী এবং কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির ন্যূনতম ও যৌক্তিক হার পুনর্নির্ধারণ এবং ডাউন লিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D