ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর চূড়ান্ত

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের ওয়ানডে আর সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে দুই দল। করোনার কারণে খেলাগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেছেন, সফর চূড়ান্ত। করোনার কারণে আমরা এ ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে খেলব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব সময়ই উত্তেজনাপূর্ণ সিরিজ হয়। আশা করছি আসন্ন এ সিরিজেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কুগান্দ্রি গোভেন্ডার বলেছেন, করোনার এ সময়ে আমাদের দেশে সফরে আসার সিদ্ধান্ত নেয়ায় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে আমরা কৃতজ্ঞ। আশা করছি তাদের বায়ো-সুরক্ষা দিতে পারব।

আসন্ন এ সফরের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। ১৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা শুরু করবেন ইয়ন মরগানরা। দক্ষিণ আফ্রিকা পৌঁছার পর ২১ নভেম্বর ৫০ ওভারের একটি আর ২৩ নভেম্বর টি-টোয়েন্টি ফরম্যাটের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল।

২৭ ও ২৯ নভেম্বর হবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি আর ১ ডিসেম্বর হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে হবে ৪, ৬ ও ৯ ডিসেম্বর কেপ টাউনে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল